ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ফেনসিডিলসহ ২ বোন আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সাভারে ফেনসিডিলসহ ২ বোন আটক

সাভার (ঢাকা): সাভারে ফেনসিডিলসহ লিউলি বেগম (২৬) ও লিমা আক্তার (২৪) নামে দুই বোনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার আব্দুল মান্নানের বাসাতে অভিযান চালিয়ে তাদের আটক কর হয়।  

উত্তরা আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুস ছাত্তার মণ্ডল বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিতিত্বে ওই এলাকার ছয়তলা একটি বাসায় অভিযান চালায় উত্তরা আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-১।

এসময় ওই বাসার পাঁচতলা থেকে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই বোনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।