ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ১টি বাড়ি ১টি খামার প্রকল্পের ঋণ পেলো ১৬৪ সমিতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
হবিগঞ্জে ১টি বাড়ি ১টি খামার প্রকল্পের ঋণ পেলো ১৬৪ সমিতি হবিগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ পেল ১৬৪ সমিতি

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন ১৬৪টি সমিতির মধ্যে ১৫ লাখ দুই হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা  আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলাম, মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

এর আগে সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু জাহির। এ সময় তিনি ঋণের টাকা সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রধান সমন্বয়কারী মো. সফিকুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।