ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ট্রাক চাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ফতুল্লায় ট্রাক চাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় দুই নারী গামের্ন্টস শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার রুবেলের স্ত্রী রাহেলা বেগম (২৫) ও একই এলাকার সালাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (২৮)।

তারা দু’জন ফতুল্লার কাঠেরপুল এলাকার টাইমস সোয়েটার কারখানার শ্রমিক।
 
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান বাংলানিউজকে জানান, রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় ওই দুই নারী শ্রমিক রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নারী শ্রমিক মারা যান। অপর জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান এসআই সবুর।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।