বুধবার (০১ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- পবহাটি এলাকার জাহান আলীর ছেলে মসজিদের ইমাম শিহাব উদ্দিন ও মাতুব্বর আব্দুল মজিদ একই এলাকার আব্দুল আজিজের ছেলে।
আদালতের বিচারক জানান, ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের পঞ্চম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বিয়ে পড়ানো ও সহযোগিতা করার অপরাধে স্থানীয় মসজিদের ইমাম শিহাব উদ্দিন ও মাতব্বর আব্দুল মজিদকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী, ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসআইজে/আরআইএস/