ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে একাধিক মামলার আসামি দেলোয়ার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
খাগড়াছড়িতে একাধিক মামলার আসামি দেলোয়ার গ্রেফতার খাগড়াছড়িতে একাধিক মামলার আসামি দেলোয়ার গ্রেফতার। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাংবাদিক নির্যাতনসহ একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের কলেজ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার দেলোয়ার জেলা শহরের মুসলিম পাড়ার বাসিন্দা দিদারুল আলম ওরফে কসাই দিদারের ছেলে।


 
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে আওয়ামী লীগ ও পৌর মেয়র রফিকুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দেলোয়ার।
 
খাগড়াছড়ি সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, দেলোয়ারের বিরুদ্ধে দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী নিরব চৌধুরীকে মারধর ও সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।  

গত ৩০ অক্টোবর রাতে খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের আহবায়ক বেলাল হোসেনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে পরদিন আওয়ামী লীগ মিছিল বের করে। একই সময় মিছিলটি প্রতিহত করতে পৌরসভার  মেয়র রফিকুল আলমের অনুসারীরা পাল্টা মিছিল বের করে। পরে উভয় পক্ষ শহরের মাস্টারপাড়া এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
এ ঘটনায় খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বাদী হয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, তার ছোট ভাই দিদারুল আলমসহ ৬৫ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত শতাধিক নেতাকর্মীকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন বলেও জানান ওসি আব্দুল হান্নান।
 
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসও/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।