ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিপিসি ঘিরে ঝলমলে রাতের ঢাকা

শরিফুল ইসলাম জুয়েল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সিপিসি ঘিরে ঝলমলে রাতের ঢাকা সিপিসি ঘিরে ঝলমলে রাতের ঢাকা। ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজ

ঢাকা: রাতের ঢাকার আলাদা একটা সৌন্দর্য রয়েছে, রয়েছে আলাদা মায়া। সারাদিন ব্যস্ত থাকা মানুষগুলো ঘুমিয়ে পড়ার পরও জেগে থাকে এ শহর।

নেই যানজট কিংবা দিনের কোলাহল। রাতের আলো-আঁধারিতে অনেকটা অচেনাও হয়ে ওঠে জাদুর শহর ঢাকা।

বর্ণিল আলোর ঝলমলে আর সর্পিল সব রেখা ভেসে বেড়ায় কাছে-দূরে।
 
চারদিকে লাল, নীল, হলুদ, সাদা আর সবুজ রংঙের ঝলমলে আলোর ডালি সাজিয়ে জেগে থকে মাদকতায় পূর্ণ এ শহর। এই সৌন্দর্য অবশ্য সবাইকে পুলকিত করে না। যারা অনেকটা যাজাবর ধরনের অথবা নিশাচর মানুষ, তাদেরকে যেনো ঘরে ফিরে যেতে দেয় না রাতের মায়াবী নগরী।
 
রাতের ঢাকা মানেই হাজার বাতির গল্প। রাতের তিলোত্তমা নগরীতে বাড়তি মাত্রা যোগ করেছে ঢাকায় চলমান ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) সাজ।
 
এ সম্মেলন ঘিরে সংসদ ভবন থেকে বিমান বন্দর পর্যন্ত সড়কে প্রতিটি লাইটপোস্ট, পাশের গাছ, হোটেল রেডিসনসহ গুরুত্বপূর্ণ ভবন রংবেরঙের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। নানা রং বেরংয়ের আলোয় এমন রঙিন রূপ সারাদিনের কর্মব্যস্ত ক্লান্ত বহু পথিককে থমকে দিয়েছে। অনেকেই দাড়িয়ে ছবি তুলেছেন এ সৌন্দর্যকে স্মৃতিতে ধরে রাখতে। সিপিসি ঘিরে ঝলমলে রাতের ঢাকা।  ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজ
বুধবার (১ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র। এ সময় ডেকোরেশনের ১৫ কর্মীকে দেখা গেছে আলোকসজ্জার কাজে ব্যস্ত।
 
তাদের মধ্যে মহিউদ্দিন, আহসান ও রাসেল বাংলানিউজকে বলেন, ‘গত ৪ দিন থেকে আমরা এ কাজ করছি। ৩ নভেম্বরের আগে কাজ শেষ করতে হবে। জাহাঙ্গীর গেট থেকে বিমান বন্দর পর্যন্ত সড়কের আলোকসজ্জার কাজে আছি আমরা ১৫ জন। আর ওপাশে আরো কয়েক দল কাজ করছে। ’ 
জানা গেছে, বুধবার (১ নভেম্বর) থেকে ঢাকায় শুরু হয়েছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদীয় পর্যায়ের সম্মেলন ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স-সিপিসি ২০১৭।
 
এ সম্মেলনে ৪৪টি দেশসহ ১৪৪টি সিপিএ ব্র্যাঞ্চ অংশ নেবে। এতে জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬জন স্পিকার, ২৩জন ডেপুটি স্পিকারসহ ৫৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। মূল সম্মেলন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে অন্য সভা হোটেল রেডিসনে অনুষ্ঠিত হবে।
 
৫ নভেম্বর সম্মেলনের মূল পর্বের উদ্বোধন করবেন সিপিএ ভাইস প্যাট্রন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে দিয়ে ৮ নভেম্বর শেষ হবে এ সম্মেলন।
 
বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআইজে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।