আটককৃতরা হলেন আবু কালাম জিপু (৪২), মোতালেব হোসেন (৩০), আসলাম (২৮) ও শাহ্ আলম (৪৫)।
বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক নাজমুল হোসেন, উপ-পরিদর্শক সুজিত সরকার ও খন্দকার জাহিদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ও হেরোইনসহ চারজনকে আটক করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০০৭
এএটি