ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাদকসহ ৪ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
কেরানীগঞ্জে মাদকসহ ৪ মাদক বিক্রেতা আটক কেরানীগঞ্জে মাদকসহ ৪ মাদক বিক্রেতা আটক, ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হেরোইনসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন আবু কালাম জিপু (৪২), মোতালেব হোসেন (৩০), আসলাম (২৮) ও শাহ্‌ আলম (৪৫)।

বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক নাজমুল হোসেন, উপ-পরিদর্শক সুজিত সরকার ও খন্দকার জাহিদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ও হেরোইনসহ চারজনকে আটক করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০০৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।