ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল জব্দ

কেন্দ্রের সহকারী সচিবসহ ৫ শিক্ষক প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কেন্দ্রের সহকারী সচিবসহ ৫ শিক্ষক প্রত্যাহার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পরীক্ষা চলার সময় জেডিসি পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদর্শকের কাছে মোবাইল জব্দের ঘটনা ও প্রশাসনিক কারণে এক সহকারী সচিবসহ পাঁচ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষাকেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানা যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক কারণে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের সহকারী সচিব মাওলানা দেলোয়ার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

তিনি হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ।  

কেন্দ্র সচিবের চিঠি থেকে জানা গেছে, পরীক্ষা চলার সময় মোবাইল রাখার দায়ে চার কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

তারা হলেন- হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভী মো. আখতার হোছাইন, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী মো. আমীর হোসাইন, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. হাফিজ উল্যাহ, হাজীপাড়া আল-আরাফাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হামিদুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১টার দিকে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও মূল কেন্দ্র থেকে পরিদর্শকদের কাছ থেকে ১৭টি মোবাইল জব্দ করা হয়।

নিয়মানুযায়ী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক, পরীক্ষার্থী মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।