ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ যুবক আটক শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৬৬৪ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০৭ নভেম্বর) ভোরে উপজেলার হাউসনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাউসনগর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে জুরান আলী (৩০) ও একরামুল হকের ছেলে মোশারফ আলী (২৫)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লহ্ আল-মুরাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাউসনগর গ্রামে জুরান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ৬৬৪ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ জুরান ও মোশারফকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।