মঙ্গলবার (০৭ নভেম্বর) ভোরে উপজেলার হাউসনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হাউসনগর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে জুরান আলী (৩০) ও একরামুল হকের ছেলে মোশারফ আলী (২৫)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লহ্ আল-মুরাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাউসনগর গ্রামে জুরান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ৬৬৪ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ জুরান ও মোশারফকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ