মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছুপুয়া গ্রামের আমেরিকা প্রবাসী রফিকউদ্দিনের বাড়ির সীমান প্রাচীরের ভেতরে ১টি ডোবার পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. খোরশদ আলম নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে ।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, গত ৩ নভেম্বর বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে খোরশেদ আলম আর বাড়ি ফিরেন নি।
নিখোঁজের ৪ দিন পর সোমবার (৬ নভেম্বর) খোরশেদ আলমের মেয়ে মুর্শিদা বেগম নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ছুপুয়া গ্রামে নিখোঁজ খোরশেদ আলমের পার্শ্ববর্তী বাড়ি আমেরিকা প্রবাসী রফিকউদ্দিনের বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে একটি ডোবার পাড়ে মাটি চাপা অবস্থায় মরদেহর সন্ধান পাওয়া যায়। রফিক উদ্দিনের বাড়ির সবাই প্রবাসে থাকায় বাড়িটি প্রায় পরিত্যাক্ত। বাড়িটি চারদিকে দেয়াল ছিল।
বাড়িটি দেখাশুনার জন্য একজন কেয়ারটেকার রয়েছে। সকালে সে পুকুর পাড়ে পঁচা গন্ধ পেয়ে খোঁজ করে দেখে লাশের হাতের কিছু অংশ দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে সে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানায় ।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উত্তোলন করে। ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী দেয়ালের নিচে গর্ত করে হত্যাকারীরা প্রবাসীর বাড়িতে প্রবেশ করে খোরশেদ আলমকে মাটি চাপা দেয়।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহত খোরশেদ আলমের স্ত্রী বাদল বেগম ও তার ছেলে ইসরাফিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
বিএস