ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ডিগ্রি কলেজ মোড়ে ট্রাকের ধাক্কায় আবদুল লতিফ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন হাবিবুর রহমান হবু (২৮) নামে আরো একজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।

 

আহত হাবিবুর রহমান হবুর বাড়ি উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামে।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, সকাল সাড়ে ৬টার দিকে আবদুল লতিফ ভ্যান চালিয়ে রাণীহাটি কলেজ মোড় পার হচ্ছিলেন। এসময় সোনামসজিদগামী বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক আবদুল লতিফ। এসময় আহত হন ভ্যানে থাকা হাবিবুর রহমান হবু।  

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বটতলা নামক স্থানে মোটরসাইকেল-গরুর গাড়ির সংঘর্ষে সেলিনা খাতুন গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।