রোববার (০৭ নভেম্বর) ডিআরইউ মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এ ইনডোর গেমসের উদ্বোধন করেন। এসময় ‘পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৭’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, অর্থ সম্পাদক মানিক মুনতাসির প্রমুখ।
ড. শ্রী বীরেন শিকদার বলেন, অতীতের মত ডিআরইউ’র ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এবারের আয়োজনটি সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। ডিআরইউ আয়োজিত সব ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
সাখাওয়াত হোসেন বাদশা বলেন, এবছর আমরা দ্বিতীয়বারের মত সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব, মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট ও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। এবার প্রথমবারের মত মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি বলেও জানান বাদশা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমসি/ওএইচ/