মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার খামকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল পৌরসভার খামকাটা এলাকার মৃত হামেজ উদ্দিন মাতুব্বরের ছেলে।
পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল মাতুব্বরের সঙ্গে সৎ ভাই ইকবাল মাতুব্বরের জমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে ইকবাল মাতুব্বর ও তার ছেলে পারভেজ মাতুব্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শফিকুল মাতুব্বরকে বাড়ির সামনের সড়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি করেন।
পিরোজপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাকিল সরোয়ার বাংলানিউজকে বলেন, তার দুই পায়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শফিকুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, এ ঘটনায় ইকবাল মাতুব্বর ও তার ছেলে পারভেজ মাতুব্বরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ