ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
বাহুবলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় রুমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে রুমাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুমা উপজেলার পশ্চিম রূপশংকর গ্রামের এমরান মিয়ার স্ত্রী।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে বলেন, সকালে এমরান তার স্ত্রীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যান। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, রুমার মামা মৌখিকভাবে অভিযোগ করেছেন এমরান তাকে প্রায়ই মারধর করতেন। সোমবার রাতেও তাকে মারপিট করা হয় বলে অভিযোগ রুমার বাবার বাড়ির লোকজনের।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।