ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদী  থেকে সুমি আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সুমি খাসমহল বালুচর গ্রামের হযরত আলীর মেয়ে এবং খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, সোমবার (০৬ নভেম্বর) বিকেলে বালুচর বাজার এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় সুমি। এসময় ডুব দিলে নদীর স্রোতে তলিয়ে যায় সে।

সিরাজদিখান থানার উপ পরিদর্শক (এসআই) মো. বাশার বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা বালুচর এলাকায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।