ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারী নেতৃত্বে এগিয়ে চলেছে কিশোরগঞ্জের ৮ উপজেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
নারী নেতৃত্বে এগিয়ে চলেছে কিশোরগঞ্জের ৮ উপজেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দক্ষ, যোগ্য ও সাহসী নেতৃত্বে এগিয়ে চলেছে কিশোরগঞ্জের ১৩টির মধ্যে আটটি উপজেলা। নিজেদের যোগ্যতায় জনসেবা ও উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন তারা।

কুলিয়ারচর উপজেলায় ড. উর্মি বিনতে সালাম, মিঠামইনে তাসলিমা আহমেদ পলি, তাড়াইলে সুলতানা আক্তার, ভৈরবে দিলরুবা আহমেদ, করিমগঞ্জে মাহমুদা, পাকুন্দিয়ায় অন্নপূর্ণা দেবনাথ, কটিয়াদীতে ইসরাত জাহান কেয়া ও বাজিতপুরে সোহানা নাসরিন উপজেলা পর্যায়ে মাঠের প্রশাসন সামলাচ্ছেন দৃঢ়তা ও সাহসের সঙ্গে। ড. উর্মি বিনতে সালামড. উর্মি বিনতে সালাম কুলিয়ারচর উপজেলায় যোগদান করেছেন গেল বছরের ১৪ ফেব্রুয়ারি।

তিনি এর আগে বগুড়া ও নোয়াখালীতে চাকরি করেছেন। মালয়েশিয়া থেকে অজর্ন করেছেন পিএইচডি ডিগ্রি। কুলিয়ারচরে বিজ্ঞান ও আইসিটি বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাসের আয়োজন করেন তিনি। এ বিষয়টি যাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করার সে লক্ষ্যে কাজ করছেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় চলতি বছর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন তিনি।

উর্মি বিনতে সালাম বাংলানিউজকে বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনে সবদিকেই কাজ করতে হয়। তবে আমি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক শিক্ষার ওপর। প্রাথমিক শিক্ষার ভিত মজবুত হলেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে চলার পথ সুগম হবে। আর তারাই তো আগামী দিনে দেশটাকে পরিচালনা করবে। তাসলিমা আহমেদ পলিরাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিজ উপজেলা মিঠামইনে ইউএনও’র দায়িত্ব পালন করছেন তাসলিমা আহমেদ পলি। এ হাওর এলাকায় আগাম বন্যার সময় উত্তাল ঢেউ আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে ছুটে গেছেন। দক্ষতা ও সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন বন্যার ধকল।

ইউএনও তাসলিমা আহমেদ পলি বাংলানিউজকে বলেন, হাওরে প্রাকৃতিক নানা প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়। জনপ্রতিনিধি, সহকর্মীসহ সবার সহযোগিতা পাই বলে এ প্রতিকূলতাকে প্রতিকূলতা মনে হয় না। যার যার অবস্থান থেকে সবাই আমাকে আপন করে নিয়েছে। তাই কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বাংলানিউজকে বলেন, আমার নির্বাচনী এলাকার একটিতে (মিঠামইন) তাসলিমা আহমেদ পলি ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সততা ও দক্ষতায় সবাই মুগ্ধ।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর নির্বাচনী এলাকা করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় রয়েছেন দু’জন নারী ইউএনও।
মাহমুদাএর মধ্যে করিমগঞ্জের ইউএনও মাহমুদা এখানে যোগদান করেছেন চলতি বছরের ২১ মার্চ। দক্ষ উপজেলা প্রশাসক হিসেবে এরই মধ্যে কর্মক্ষেত্রে সুনাম কুড়িয়েছেন তিনি। সুলতানা আক্তারকর্মচঞ্চল ও সদালাপী হিসেবে সবার মন জয় করে নিয়েছেন তাড়াইলের ইউএনও সুলতানা আক্তার । অন্ন পূর্ণা দেবনাথনিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রশংসা পাচ্ছেন পাকুন্দিয়ার ইউএনও অন্ন পূর্ণা দেবনাথ। ইসরাত জাহান কেয়া২১ সেপ্টেম্বর কটিয়াদীতে ইউএনও হিসেবে যোগদান করেছেন ইসরাত জাহান কেয়া।
সোহানা নাসরিন৪ সেপ্টেম্বর বাজিতপুরে ইউএনও হিসেবে যোগদান করেন সোহানা নাসরিন। অল্পদিনেই সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা। দিলরুবা আহমেদনদী বন্দর ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ভৈরব উপজেলার ইউএনও দিলরুবা আহমেদ। তিনি ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে জেলার মধ্যে আলোচনায় রয়েছেন।

ইউএনও দিলরুবা আহমেদ বাংলানিউজকে বলেন, কাজের ক্ষেত্রে যোগাযোগটাই প্রধান। আর তাই অফিসে বসে না থেকে মাঠ পর্যায়ে পরিদর্শন করি নিয়মিত। এতে সমস্যাগুলো সহজেই দৃষ্টিগোচর হয়। তখন কাজ করা সহজ হয়ে যায়।
 
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বাংলানিউজকে বলেন, এ আট ইউএনও’র কর্মদক্ষতা প্রশংসনীয়। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।