মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হৃদয় ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বাংলানিউজকে জানান, সকালে জগন্নাথাপুর এলাকার একটি সাবানের ফ্যাক্টরির সীমানা প্রাচীর ভেঙে যাত্তয়ায় পুনরায় নিমার্ণ করার জন্য কয়েকজন শ্রমিক মাটি খুঁড়ছিলেন। এসময় জিন্স প্যান্ট পরিহিত একটি ছেলের পঁচে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার ও ছেলেটির পরিবার গিয়ে মরদেহটি সনাক্ত করে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ