ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশ্যে ধূমপান করায় ৫ জনের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
প্রকাশ্যে ধূমপান করায় ৫ জনের জরিমানা

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন প্লাটফর্ম এলাকায় প্রকাশ্যে ধূমপান করার দায়ে পাঁচজনকে ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা ফারহানা এ জরিমানা করেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় প্রকাশ্যে ধূমপান করার অপরাধে চারজনকে ৩০০ টাকা করে ১ হাজার ২০০ টাকা এবং একজনকে ৫০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া জেলা শহরের জোর পুকুর এলাকায় ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় লাবনী জেনারেল স্টোর, শাহ আলম জেনারেল স্টোর ও মিঠু স্টোরের মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা ফারহানা বাংলানিউজকে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।