ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সহযোগিতার আকুতি: বাঁচতে চায় হকার হুমায়ুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
সহযোগিতার আকুতি: বাঁচতে চায় হকার হুমায়ুন হুমায়ুন কবীর পাটোয়ারী

লক্ষ্মীপুর: দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত লক্ষ্মীপুরের রামগঞ্জের হুমায়ুন কবীর পাটোয়ারী (৫৫)। আত্মীয় ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও রোগমুক্তি হয়নি তার। 

পরিপূর্ণ সুস্থ হতে হুমায়ুনের অপারেশন করা প্রয়োজন, এজন্য দরকার প্রায় ৭ লাখ টাকা। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।

হুমায়ুন কবীর রামগঞ্জ উপজেলার নাগরাজা রামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মোকারম আলীর ছেলে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের সংসার পত্রিকার হকারি করে চালান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে হুমায়ুনের স্ত্রী কুলছুম বেগম বলেন, সংসারের চাল-ডাল কেনার টাকা নেই। ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। প্রায়ই সময় আমার বোনের কাছ থেকে খাবার এনে ছেলেমেয়েদের খাওয়াতে হয়। প্রতিদিন সাড়ে ৩ শ’ টাকার ওষুধ খাওয়ানো লাগে আমার স্বামীকে। সম্পত্তিও নেই যে বিক্রি করে তার চিকিৎসা করাবো। কিডনির পাশাপাশি এখন হার্টের রোগ দেখা দিয়েছে। প্রতিদিন রাতেই স্বামীর বুক ব্যথার চিৎকারে ঘুমাতে পারি না। সারারাত জেগে পাশে বসে থাকি। অপারেশনের জন্য প্রায় ৭ লাখ টাকা দরকার। এত টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না। আমার স্বামীর অপারেশন করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চাই।

হুমায়ুন কবীর পাটওয়ারীর চিকিৎসায় সহায়তার জন্য: 
পাটওয়ারী বাড়ী, গ্রাম: নাগরাজা রামপুর, পো: কেথুড়ী বাজার রামগঞ্জ, লক্ষ্মীপুর। এনসিসি ব্যাংকে হিসাব নাম- কুলছুম বেগম, নম্বর- ০০৭৮০৩১০০৩১৬৪৮, রামগঞ্জ শাখা, লক্ষ্মীপুর। মোবাইল ও বিকাশ: ০১৭০৬৪৭৬৬০০

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।