ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি সরকারি মহিলা কলেজে ডিজিটাল হাজিরা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
রাঙামাটি সরকারি মহিলা কলেজে ডিজিটাল হাজিরা চালু রাঙামাটি সরকারি মহিলা কলেজে ডিজিটাল হাজিরা চালু

রাঙামাটি: রাঙামাটি সরকারি মহিলা কলেজে ডিজিটাল হাজিরা চালু করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি থেকে এ হাজিরার উদ্বোধন করেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

উদ্বোধন পরবর্তী কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মো. এনামুল হক খোন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন-রাঙামাটি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল হক চৌধুরী, উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্রী  জান্নাতুল নাঈমা রিমু।

এসময় উপস্থিত ছিলেন-রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, উপাধ্যক্ষ বিধান চন্দ্র বড়ুয়া, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক শিরীন আক্তার দিলরুবা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি চিনু কলেজের শিক্ষক ও ছাত্রীদের দাবির ভিত্তিতে বলেন, এ কলেজের জন্য একটি অডিটোরিয়াম  খুবই দরকার। কলেজ কর্তৃপক্ষ যদি শিক্ষা প্রকৌশলে আবেদন করেন তাহলে আগামী অর্থ বছরে অডিটোরিয়াম নির্মাণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

কলেজের ছাত্রীদের চলাচলের জন্য একটি সেতুর দাবিতে এমপি চিনু আরও বলেন, উন্নয়ন বোর্ড এর মাসিক সভায় এ ব্যাপারে আলোচনা করা হবে।

এমপি চিনু জানান, রাঙামাটি সরকারি মহিলা কলেজে বাস দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন তা যেন দ্রুত কার্যকর করা হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হবে।

আলোচনা সভা শেষে মধ্যহ্ন ভোজ এবং বিকেলে কলেজের ছাত্রীদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।