ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
সাভারে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

সাভার, ঢাকা: সাভারে ৯৯ পিস ইয়াবাসহ ঝর্না বেগম (৩২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার বেদেপল্লী থেকে তাকে আটক করা হয়।

ঝর্না সাভারের বক্তারপুর এলাকায় স্বামী সেলিম মিয়াকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বাংলানিউজকে জানান, বিকেলে বক্তারপুর এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন ঝর্না। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯৯ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।