ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জের মুড়াপাড়া ফেরিঘাটে দীর্ঘ যানজট

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
রূপগঞ্জের মুড়াপাড়া ফেরিঘাটে দীর্ঘ যানজট রূপগঞ্জে মুড়াপাড়া ফেরিঘাটে দীর্ঘ যানজট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কাঞ্চন সেতু সংস্কারের জন্য ৭২ ঘণ্টা এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কর্তৃপক্ষ।

সেতু বন্ধ থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহন রূপগঞ্জের মুড়াপাড়া ফেরিঘাট ব্যবহার করছে। ফলে মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল থেকে ফেরিঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিকেল ৫টায় যানজট ভয়াবহ আকার ধারণ করে।

এর আগে সোমবার (৬ নভেম্বর) রাত ১০টা থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।  

বিদেশগামী লোকজন সময় মতো বিমান বন্দরে পৌঁছুতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেককে পায়ে হেঁটেই বিমান বন্দরের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

জানা গেছে, দেশের পশ্চিমাঞ্চল যশোর, মাগুরা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলার পণ্যবাহী যানবাহন এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ব্যবহার করে কাঞ্চন সেতু পার হয়ে পূর্বাঞ্চল সিলেট, ভৈরব, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনি, চিটাগাং, কক্সবাজার, মিরেরসরাই, ভোলাসহ বিভিন্ন জেলা-উপজেলা গুলোতে আসা-যাওয়া করছে। এ জন্য সব সময়ই কাঞ্চন সেতুর দুই পাশে যানবাহনের চাপ থাকছে বেশি।

আর সেতুর বিকল্প হিসেবে যোগাযোগ মাধ্যম রূপগঞ্জ থানা সড়ক হয়ে মুড়াপাড়া ফেরিঘাট পার হয়ে ভুলতা-গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়ক। রূপগঞ্জ থানা ও মুড়াপাড়া ফেরিঘাট সড়কটি ততটা প্রশস্ত না তারপরও বাধ্য হয়ে এ পথটিই বেচে নিতে হচ্ছে যানবাহন চালকদের।

এদিকে, যানবাহনের চাপ সামলাতে না পেরে হিমশিম খেতে হচ্ছে মুড়াপাড়া ফেরিঘাটের ইজারাদারদের। ঘাটে দু’টি ফেরির মাধ্যমে পারাপার করা হচ্ছে যানবাহনগুলো। একটি ফেরি বড় হলেও অপরটি ছোট। বেশির ভাগ সময়ই ফেরির ইঞ্জিন বিকল হয়ে পড়ছে। এতে ২০ মিনিটের জায়গায় ২ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে পারাপার হতে। কোনো কোনো সময় ফেরি নদীর মাঝপথেই থেমে যাচ্ছে। অন্য ফেরি দিয়ে টেনে এনে মেরামত করে ফের চালু করা হচ্ছে।

মুড়াপাড়া ফেরিঘাটের ইজারাদার সমর আলী বলেন, ফেরিগুলো সংস্কার করা হলেও ফের বিকল হয়ে যায়। এ জন্য যানবাহন পারাপার করতে অনেক সময় লেগে যায়। স্থায়ী সমাধান করা না হলে এসব সমস্যা দূর হবে না বলে তিনি মনে করেন।

কাঞ্চন সেতু প্রকল্প ম্যানেজার কারিবুল ইসলাম বলেন, সোমবার রাত ১০টা থেকে এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। এসময়ের মধ্যে সেতু সংস্কার কাজ শেষ হলে সময় মতো ফের যানবাহন চলাচল শুরু করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মুড়াপাড়া ফেরিঘাটের যানজট কমাতে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। ফেরির যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সারিয়ে অল্প সময়ের মধ্যে যানবাহন পারাপার করলে যানজট নিরসন হবে বলে মনে হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।