ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আগত এক যাত্রীকে স্বর্ণ চোরাচালানে সহায়তা করার সময় বাংলাদেশ বিমানের নিরাপত্তা কর্মী জাকারিয়াকে হাতেনাতে গ্রেফতার করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা।
মঙ্গলবার ( ৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড.মইনুল খান।
ড. মইনুল খান জানান, ওই যাত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকা পৌঁছায়।
যাত্রী ও বিমানের নিরাপত্তা কর্মী জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উভয়ের কাছ থেকে শুল্ক গোয়েন্দার দল এখন পর্যন্ত ৭৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এর আগেও শুল্ক গোয়েন্দা বিমানের একজন সুপারভাইজারকে স্বর্ণসহ গ্রেফতার করেছিল বলে জানান মইনুল খান।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ৭,২০১৭
এসজে/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।