সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাতে নগরীর মর্ডাণ, তালুক তামপাট, দোলাপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন- কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিব্বুল ইসলাম।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানা প্রাঙ্গণে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মহানগরীতে বেশ কিছুদিন ধরে মোবাইল চুরি, ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়া। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর মর্ডাণ তালুক তামপাট দোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিঠাপুকুর থানার পায়রাবন্দ খোর্দ মুরাদপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে শুভ ইসলাম ওরফে সুমনকে (২২) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগী একই উপজেলার জয়রাম আনোয়ার গ্রামের আব্দুল খালেকের ছেলে মফিজুল মিয়া (২০), খোর্দ মুরাদপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে জামিরুল ইসলাম (২০) ও কাফ্রিখাল ইউনিয়নের ইকবালপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহাগ মিয়াকে (২২) আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক চারজন এলাকায় ছিনতাই ও ডাকাতি কাজে জড়িত ছিলো। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
ছিনতাইকারী, চোর, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
জিপি