ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় ঋণের চাপ সইতে না পেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
মান্দায় ঋণের চাপ সইতে না পেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর ) বিকেলে উপজেলার ছোটচকচম্পক গ্রামে এ ঘটনা ঘটে।  

তারা হলেন- ওই গ্রামের মৃত মুরালি মোহন সাহার ছেলে নিরঞ্জন কুমার সাহা (৫২) ও তার স্ত্রী লক্ষ্মী রাণী সাহা (৪২)।

নিরঞ্জন ছোটচকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, নিরঞ্জন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করেন। পরে দিনের পর দিন ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে ঋণদাতাদের চাপে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন তারা স্বামী-স্ত্রী। এছাড়া অনেক ঋণদাতা নিরঞ্জনের স্কুলে গিয়েও অপমান করতো বলে স্থানীয়দের অভিযোগ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বাংলানিউজকে জানান, ঋণের চাপ সইতে না পেরে ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।