মঙ্গলবার (০৭ নভেম্বর ) বিকেলে উপজেলার ছোটচকচম্পক গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন- ওই গ্রামের মৃত মুরালি মোহন সাহার ছেলে নিরঞ্জন কুমার সাহা (৫২) ও তার স্ত্রী লক্ষ্মী রাণী সাহা (৪২)।
স্থানীয়রা জানায়, নিরঞ্জন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করেন। পরে দিনের পর দিন ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে ঋণদাতাদের চাপে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন তারা স্বামী-স্ত্রী। এছাড়া অনেক ঋণদাতা নিরঞ্জনের স্কুলে গিয়েও অপমান করতো বলে স্থানীয়দের অভিযোগ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বাংলানিউজকে জানান, ঋণের চাপ সইতে না পেরে ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ