মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাধুপাড়া এলাকায় ২০১২ সালের ২০ জানুয়ারি দিবাগত রাতে মৃত হরেন্দ্র সরকারের ছেলে সঞ্জয় নিজ ঘরে খুন হন।
সঞ্জয়ের স্ত্রী সীমা ও তার পরকীয়া প্রেমিক তেলিপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মো. আলমগীর পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ডে ভাদুয়া শ্রীপুর গ্রামের শাহজাহান সিরাজের ছেলে সোহেল রানা তাদের সহযোগিতা করেন।
সীমা ও আলমগীরের অবৈধ সম্পর্কের পথের কাঁটা সরাতেই সঞ্জয়কে হত্যা করা হয়।
পরের দিন নিহতের ভাই রাখাল সরকার বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওই তিনজনকে আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে একই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক মঙ্গলবার দুপুরে দু’জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপরদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত সোহেলকে খালাস দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/