ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
শিবচরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় বাসচাপায় মো. দিদার মুন্সী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়তউল্লাহ সেতুর কাছে দুর্ঘটনায় আহত হন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

দিদার মুন্সী উপজেলার বন্দরখোলা এলাকার প্রবাসী ইয়াকুব আলী মুন্সীর ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুপুরে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার সূর্যনগর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন দিদার। পথে হাজী শরিয়তউল্লাহ সেতুর কাছে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক দিদার ও তার সঙ্গী আহত হন।  খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দিদারের মৃত্যু হয়। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।