মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঢেকিয়া গ্রামে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শরবিন উপজেলার ধুলিহর গ্রামের দুলাল মিয়ার মেয়ে।
শরবিন আক্তারের মা নাসিমা আক্তার বাংলানিউজকে জানান, তার মেয়ের জামাই সুজন, সুজনের বোন জামাই আব্দুল্লাহ ও মামাতো ভাই ভুট্টো মিলে শরবিনকে হত্যা করে তার মরদেহ ঝুঁলিয়ে রেখেছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে গৃহবধূর স্বামী সুজনসহ তার শ্বশুর বাড়ির লোকজন ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করছেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ