মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের মল্লিকহাটি মহল্লার মৃত ডালিম হোসেনের ছেলে নয়ন মিয়া (৩১) ও একই মহল্লার মৃত মধুর ছেলে শফিকুল ইসলাম (৩০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আলমগীর পাশা বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তরা দু’জনই মাদকসেবী। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের মল্লিকহাটি মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি করে নয়নের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও শফিকুলের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/