ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সড়ক ধসে ৫০ গ্রামের মানুষ দুর্ভোগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
উল্লাপাড়ায় সড়ক ধসে ৫০ গ্রামের মানুষ দুর্ভোগে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি আঞ্চলিক সড়ক ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের দুটি ইউনিয়নের অন্তত ৫০ গ্রামের মানুষ।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া-ভূতগাছা স্থানীয় সরকার বিভাগের পাকা সড়কের আমডাঙ্গা কবরস্থান সংলগ্ন এলাকায় প্রায় ১৫ মিটার এলাকাজুড়ে এ ধস দেখা দেয়।

হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সদস্য ওমর আলী বাংলানিউজকে জানান, ওই সড়কটি খনন করে তার ভেতর দিয়ে গভীর নলকূপের পাইপ দিয়ে পানি সেচ দেওয়ার কারণে এ ধস নেমেছে।

এতে উল্লাপাড়া উপজেলা সদরের সঙ্গে হাটিকুমরুল ও বড়হর ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিপাকে পড়েছেন অর্ধশতাধিত গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ।

তিনি আরও জানান, সড়াতৈল, অলিপুর, আমডাঙ্গা, বাদুল্লাপুর, বুড়িদহ, পাঁচিলয়াসহ অন্তত ৫০টি গ্রামের মানুষ এ রাস্তায় যাতায়াত করেন। এছাড়া সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বাদল্লাপুর টেকনিক্যাল কলেজ, পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়সহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীদের এ রাস্তাতেই চলাচল করে। অপরদিকে পাঁচলিয়া হাট-বাজার, অলিপুর বাজার, আমডাঙ্গা হাট-বাজারের অসংখ্য ক্রেতা-বিক্রেতারাও পড়েছেন বিপাকে।

এ বিষয়ে বিএডিসির গভীর নলকুপের পরিচালক শামসুল হক বাংলানিউজকে জানান, সড়কটির নিচ দিয়ে সেট করা প্লাস্টিকের পাইপটি নষ্ট হয়ে গেছে। বিষয়টি তারা বুঝতে পারেননি। এ কারণেই রাস্তাটি ভেঙে গেছে।

হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা বাংলানিউজকে জানান, সড়কটি ধসে যাওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বন্দ্বীপ কুমার সরকার বাংলানিউজকে জানান, এ বিষয়ে এখনো তাকে কেউ অবগত করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।