মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
বাংলাদেশ নতুন করে ৬ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে, তাদের প্রাণ বাঁচিয়েছে, যা দৃষ্টান্তমূলক অভিহিত করে ইউএনএইচসিআর’র এ প্রতিনিধি বলেন, কিন্তু এটি বাংলাদেশের জন্য ‘ম্যাসিভ ইর্মাজেন্সি’।
ভলকার তুরক আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে পুরো বিশ্বে যে মতৈক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। আমি এখানে আসার আগে মিয়ানমার গিয়েছিলাম। সেখানে একটু ইঙ্গিত পাওয়া গেছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তারা আলোচনা করছে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
কেজেড/জেডএস