ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
রোহিঙ্গাদের ফেরাতে আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভলকার তুরক- ছবি- সুমন শেখ

ঢাকা: রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে আশাবাদী হওয়া ছাড়া উপায় নেই মন্তব্য করে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর’র অ্যাসিসটেন্ট হাইকমিশনার ফর প্রটেকশন ভলকার তুরক বলেছেন, মিয়ানমারের সঙ্গে অব্যাহত আলোচনা চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।

আমরাও তাই করছি। কারণ রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, জোরপূর্বক নয়।

বাংলাদেশ নতুন করে ৬ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে, তাদের প্রাণ বাঁচিয়েছে, যা দৃষ্টান্তমূলক অভিহিত করে ইউএনএইচসিআর’র এ প্রতিনিধি বলেন, কিন্তু এটি বাংলাদেশের জন্য ‘ম্যাসিভ ইর্মাজেন্সি’।

ভলকার তুরক আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে পুরো বিশ্বে যে মতৈক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। আমি এখানে আসার আগে মিয়ানমার গিয়েছিলাম। সেখানে একটু ইঙ্গিত পাওয়া গেছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তারা আলোচনা করছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭ 
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।