ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জমির ভুয়া পর্চা তৈরির অপরাধে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
জমির ভুয়া পর্চা তৈরির অপরাধে যুবকের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে জমির ভুয়া পর্চা ও ডুপ্লিকেট কার্বন রশিদ (ডিসিআর) তৈরি করার অপরাধে মো. জাকির নামে এক যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী রাকিব হোসেন চয়ন বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত জাকির আতাশুর মৌজার আরএস ১২ খতিয়ানের ১০৮, ১১১, ১১২, ২১৪, ৩৫৪, ৩৫৫, ৩৫৭ ও ১২৫ দাগ নম্বরে পিন্টু সরকার ও মিন্টু সরকারের নামে ২৭ শতাংশ জমির জন্য জালিয়াতি করে ভুয়া নামজারি পর্চা ও ডুপ্লিকেট কার্বন রশিদ (ডিসিআর) তৈরি করেন।

দুপুরে ওই পর্চা ও ডিসিআর দিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে সাব-রেজিস্টারের কাছে এসব কাগজপত্র ভুয়া মনে হয়। পরে নিরিক্ষা করে এসব কাগজপত্র ভুয়া প্রামণ হয়।

সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান বাংলানিউজকে বলেন, এ জালিয়াতির অপরাধে জাকিরকে ২৯ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।