ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে বাজার তদারকিতে চার দোকানে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
অভয়নগরে বাজার তদারকিতে চার দোকানে জরিমানা অভয়নগরে বাজার তদারকিতে চার দোকানে জরিমানা

যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে চারটি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ সদর উপজেলার রাজারহাট মোড়ে এ অভিযান পরিচালনা করেন।

সংস্থাটির যশোর কার্যালয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া বাজারের নিউ নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারে নোংরা পরিবেশে দই-মিষ্টি তৈরি, খাবারে ঢাকনা ব্যবহার না করা এবং বিএসটিআই সনদ না নিয়ে দই তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক তুলসী কুন্ডুকে ৮ হাজার, একই বাজারের দিপু স্টোরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রির উদ্দেশ্যে রেফ্রিজারেটরে রাখার দায়ে দোকানটির মালিক দিপুকে ২ হাজার টাকা, রতন সাহা স্টোরে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কেক রাখার দায়ে দোকানটির মালিক রতন সাহাকে ৩ হাজার টাকা এবং বিপি স্টোরে বিস্কুট-কেকের মোড়কে মেয়াদের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রবকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনা সংক্রান্ত লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।  

অভিযান পরিচালনাকালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের সিএ প্রবীর কুমার চৌধুরী, যশোর আঞ্চলিক কৃষি অধিদপ্তরের পরিদর্শক কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।