মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ সদর উপজেলার রাজারহাট মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
সংস্থাটির যশোর কার্যালয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া বাজারের নিউ নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারে নোংরা পরিবেশে দই-মিষ্টি তৈরি, খাবারে ঢাকনা ব্যবহার না করা এবং বিএসটিআই সনদ না নিয়ে দই তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক তুলসী কুন্ডুকে ৮ হাজার, একই বাজারের দিপু স্টোরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রির উদ্দেশ্যে রেফ্রিজারেটরে রাখার দায়ে দোকানটির মালিক দিপুকে ২ হাজার টাকা, রতন সাহা স্টোরে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কেক রাখার দায়ে দোকানটির মালিক রতন সাহাকে ৩ হাজার টাকা এবং বিপি স্টোরে বিস্কুট-কেকের মোড়কে মেয়াদের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রবকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনা সংক্রান্ত লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের সিএ প্রবীর কুমার চৌধুরী, যশোর আঞ্চলিক কৃষি অধিদপ্তরের পরিদর্শক কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমজেএফ