মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আগেই টুটুল মল্লিক (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া থানায় সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আশিস বিন হাসান জানান, ১ নভেম্বর দুপুরের দিকে পাইকরহাটি গ্রামের আরদোশ আলী মল্লিকের স্ত্রী আলেয়া স্থানীয় ঈদগাহ মাঠের পাশে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ৩ নভেম্বর আলেয়ার স্বামী সাঁথিয়া থানায় জিডি করেন। এরপর অভিযানে নামে পুলিশ। পরে সন্দেহভাজন হিসেবে একই গ্রামের আতাহার মল্লিকের ছেলে টুটুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে টুটুল গৃহবধূ আলেয়াকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে গ্রামের একটি ধানক্ষেতে জমে থাকা পানিতে লুকিয়ে রাখা অবস্থায় আলেয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় আলেয়ার মেয়ে শাবানা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই