ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন নারীকে সেফ হোমে প্রেরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন নারীকে সেফ হোমে প্রেরণ

বাগেরহাট: বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৪৫) উদ্ধার করে নিরাপদ আবাসন (সেফ হোম) কেন্দ্রে পাঠানো হয়েছে।

ওই নারী নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। এ অবস্থায় মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে  বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে বাগেরহাট আদালতে হাজির করে।

পরে  আদালত  তাকে  বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, সোমবার (৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার সুনগর গ্রামে ওই নারী ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে দেখে গ্রামবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ  তাকে  উদ্ধার  করে  বাগেরহাট  মডেল  থানায়  নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি তার নাম বা ঠিকানা কিছুই বলতে পারেননি।

পরে ওই নারীর পরিচয় জানা গেলে তাকে তার বাড়ি পৌঁছে দেয়া হবে বলেও জানান ওসি মো. মাহাতাব উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।