ওই নারী নিজের নাম-ঠিকানা বলতে পারেন না। এ অবস্থায় মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে বাগেরহাট আদালতে হাজির করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, সোমবার (৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার সুনগর গ্রামে ওই নারী ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে দেখে গ্রামবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট মডেল থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি তার নাম বা ঠিকানা কিছুই বলতে পারেননি।
পরে ওই নারীর পরিচয় জানা গেলে তাকে তার বাড়ি পৌঁছে দেয়া হবে বলেও জানান ওসি মো. মাহাতাব উদ্দিন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই