ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে চার হাত-পায়ের শিশুর জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
রাজবাড়ীতে চার হাত-পায়ের শিশুর জন্ম শিশুর জন্ম, ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ী সদর হাসপাতালে চার হাত, চার পা, দুই মাথা ও এক চোখবিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের গাইনি বিভাগে বিউটি বেগম (২৫) নামে এক গৃহবধূ অদ্ভুত এ শিশুটির জন্ম দেন। তবে জন্মের পরপরই শিশুর মৃত্যু হয়।


 
বিউটি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের বাসিন্দা। স্বামীর নাম ইমদাদ হোসেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিউটি প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সাধারণ প্রসবে ওই শিশুর জন্ম হয়। জন্মের পরপরই শিশুটি মারা যায়। তবে বিউটি সুস্থ আছেন।
 
ডা. নাহিদা আরও বলেন, গৃহবধূর গর্ভে জমজ বাচ্চা ছিল। তারা মাতৃগর্ভে আলাদা হতে পারেনি, তাই এমন আকৃতির শিশুর জন্ম হয়েছে।

বিউটির বড় ভাই ইলিয়াস প্রধান বাংলানিউজকে বলেন, এক বছর আগে বিউটির বিয়ে হয়। বিয়ের পর এটিই তার প্রথম সন্তান।

এদিকে ওই শিশুর খবর ছড়িয়ে পড়লে লোকজন দেখতে ভিড় জমান।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।