ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বরিশালে ১০ মণ জাটকা জব্দ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে কোষ্টগার্ড।
 

বুধবার (৮ নভেম্বর) সকালে জেলা মৎস অফিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ নভেম্বর) দিনগত গভীর রাতে ঢাকাগামী বেশ কয়েকটি লঞ্চে তল্লাশি চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।

এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দক্ষিণ জোন কোস্টগার্ডের বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. সাইদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলা‌দেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।