ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির সময় আটক শিল্প পুলিশের এএসআই সাময়িক বরখাস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
চাঁদাবাজির সময় আটক শিল্প পুলিশের এএসআই সাময়িক বরখাস্ত

আশুলিয়া, সাভার: চাঁদার টাকা নেওয়ার সময় আটক শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মকবুল হোসেনকে (২৯) সাময়িকভাবে বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন।

বুধবার (৮ নভেম্বর) সকালে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।  

শিল্প পুলিশ-১ এর পরিচালক শামিনুর রহমান শামীম জানান, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের সময় শিল্প পুলিশ-১ এর এএসআই মকবুল ও তার তিন সহযোগীকে আটক করে পুলিশ।

ওই সময় তাদের কাছে জিম্মি থাকা নারীসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে শামীম, রায়হান, আতিয়ার ও মেহেদী হাসানের নাম জানা গেছে।

তিনি আরো জানান, বিষয়টি জানার পরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।  

মকবুল হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানায়। আটক অপর তিনজন হলেন-বিপ্লব হোসেন (২৬), স্বপন হোসেন (২৬) ও  হাসমত আলী।  

এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। যার মালিক আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লতিফ মণ্ডল।  

শিল্প পুলিশ-১ এর পরিচালক শামিনুর রহমান শামীম আরো জানান, মকবুল একটি গোয়েন্দা পুলিশের টিম সাজিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন। এর আগেও এই চক্রটি গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে চাঁদা আদায় করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাদের বিরুদ্ধে উদ্ধারকৃত শামীম একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।