বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকেশ পাশের জেলা যশোরের শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিষ্ণুপদর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা একটি বাস ওই বিদ্যালয়ের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছকে দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রাকেশ নিহত হয়। এসময় আহত হন আরো অন্তত ২০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসআই