ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়িতে পিস্তলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
সোনাইমুড়িতে পিস্তলসহ মাদক বিক্রেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়িতে বিদেশি পিস্তল ও ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর একটি দল। 

বুধবার (০৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাতে সোনাইমুড়ী পৌরসভার বানুয়াই গ্রাম থেকে এ অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি পৌরসভার বানুয়াই গ্রামের রুহুল আমিনের ছেলে।

 

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।