ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১১ হাজার মণ পাট পুড়ে ছাই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বগুড়ায় ১১ হাজার মণ পাট পুড়ে ছাই! বগুড়ায় পাটের গুদামে আগুন/ ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া সদর উপজেলার মানিকচক বাজারে খন্দকার জুট মিলের একটি পাটের গুদামে আগুনে লেগে প্রায় ১১ হাজার মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ওই পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গুদামে রক্ষিত সব পাট পুড়ে যায় জানিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহাদৎ হোসেন সাজু বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু যানজটের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেক দেরি হয়ে যায়!
বগুড়ায় পাটের গুদামে আগুন/ ছবি: আরিফ জাহানগুদামে প্রায় ১১ হাজার মণ পাট রক্ষিত ছিলো। সব পাটই আগুনে পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করেন সাজু।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম বাংলানিউজকে বলেন, আগুল লাগার খবর পেয়ে বগুড়া সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাবতলী উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।  

প্রাথমিকভাবে ধারণায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বগুড়ায় পাটের গুদামে আগুন

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।