এ বিষয়ে তার বাবা মোতাহার হোসেন খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর - ৪৭১।
মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ১২টায় তিনি জিডিটি করেন।
বুধবার (০৮ নভেম্বর) দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাতটায় মুবাশ্বার হাসান তার দক্ষিণ বনশ্রীর বাসা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যান। এরপর বিকেল থেকে তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে মর্মে তার বাবা একটি জিডি করেছেন।
ওসি মশিউর আরো বলেন, জিডির ভিত্তিতে ওই শিক্ষককে খুঁজে পেতে আমরা কাজ করছি। এখনো তার অবস্থান শনাক্ত করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
পিএম/আরআই