ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বানিয়াচংয়ে জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাগাপাশা ও হায়দারপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, একটি জলমহাল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তিনি আরো জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে জড়িতদের  গ্রেফতারে অভিযান পরিচালনা করছেন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।