ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় জোনায়েত হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জোনায়েত ময়মনসিংহের গৌরীপুর এলাকার বাসিন্দা।

তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া বাসা থেকে ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করতেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রকিবুল হক বাংলানিউজকে জানান, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন জোনায়েত। এসময় অজ্ঞাতনামা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১৭।     
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।