বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফরহাদ উপজেলার ফতেহপুর ইউনিয়নের বড়কান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে ও বগাদী ব্রাক স্কুলের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো ফরহাদ। পথে গোপালদীর দিক থেকে আসা একটি নছিমন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। দ্রুত উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে ঢাকার নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী ঘাতক গাড়িটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
এসআরএস