আটকরা হলেন- মুরাদ হোসেন ওরফে মেহেদী (১৮) ও মো. সাব্বির (১৯)।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আকুয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
কোতোয়ালি মডেল থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি গৌতম দেব।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএএএম/এসআরএস