ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে আয়কর সম্মাননা পেলো ২৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
নারায়ণগঞ্জে আয়কর সম্মাননা পেলো ২৩ জন নারায়ণগঞ্জে আয়কর সম্মাননা পেলো ২৩ জন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় সর্বোচ্চ ও দীর্ঘ সময়ে আয়কর দেওয়ায় মোট ২৩ জন করদাতাকে সম্মাননা করেছে নারায়ণগঞ্জ কর অঞ্চল।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এ সময় দু’টি পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে অখ্যায়িত করা হয়।

এছাড়াও সর্বোচ্চ আয়কর দাতা নয় জন, নারী তিনজন, তরুণ তিনজন ও দীর্ঘ সময় করদাতা ৬ জন।

নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন হলে ২০১৬-১৭ বর্ষের আয়কর দাতাদের এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বজলুল করিম বলেন, ‘দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আরও বেশি আয়কর দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে ও সম্মানজনক জায়গায় দেখতে চাইলে নিয়মিত আয়কর পরিশোধ করুন। ’
 
আয়কর বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে আয়কর দিতে চায় অনেকেই। কিন্তু পরিবেশের অভাবে অনেকে দিতে চায় না। এসব জায়গা গুলোতে আমাদের আরও কাজ করতে হবে। আয়কর দেওয়ার জন্য সবাইকে আগ্রহী করে তুলতে হবে। ’
 
নারীদের আয়কর পরিশোধের আহ্বান জানিয়ে বজলুল করিম বলেন, ‘নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। তাই আমাদের দেশের নারীদের এগিয়ে দিতে হবে। তবেই আমাদের দেশ এগিয়ে যাবে। নারীরাও আয়কর পরিশোধ করবেন। তরুণদের মধ্যে আয়কর দেওয়ার আগ্রহ বেশি। তারাই পারবে দেশকে এগিয়ে নিতে। তাই আমরা যারা কর দিচ্ছি তারা অন্যদের উৎসাহী করবো। দেশের সফলতার জন্য সবার প্রচেষ্টার প্রয়োজন আছে। ’

নারায়ণগঞ্জ কর অঞ্চল কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (দক্ষিণ) এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্ব মিয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।