ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বরিশালে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত বরিশালে বিশ্ব নগর পরিকল্পনা দিবসের আলোচনা

বরিশাল: অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনার স্লোগানে বরিশালে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ নভেম্বর) সকালে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আয়োজনে নগর ভবনের তৃতীয় তলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে দিবসটি উপলক্ষে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

সভায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কে এম শহীদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ, বিসিসির নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান, নগর পরিকল্পনাবিদ নন্দিতা বসু প্রমুখ।

 

সভায় সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, নগর উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি প্রকল্পের কাজ অচিরেই শুরু করা হবে। এর মধ্যে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন, শহর রক্ষা বাঁধ, বর্জ্য ব্যবস্থা, বস্তিবাসীর আবাসন উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থাপনা অন্যতম।

বাংলা‌দেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।