সভায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কে এম শহীদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ, বিসিসির নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান, নগর পরিকল্পনাবিদ নন্দিতা বসু প্রমুখ।
সভায় সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, নগর উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি প্রকল্পের কাজ অচিরেই শুরু করা হবে। এর মধ্যে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন, শহর রক্ষা বাঁধ, বর্জ্য ব্যবস্থা, বস্তিবাসীর আবাসন উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থাপনা অন্যতম।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/এমজেএফ