বুধবার (০৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদারের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন, সিভিল সার্জন অফিসের জেলা সেনেটারি পরিদর্শক শংকর চন্দ্র পাল প্রমুখ।
সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে উপজেলা সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভেজাল খাদ্য ও পণ্য বিক্রির দায়ে মেসার্স শিবাস মোদক স্টোরের মালিককে ৪ হাজার টাকা, রুমা বেকারির মালিককে ৪ হাজার টাকা, স্বর্ণালী ফার্মেসির মালিককে ৩ হাজার টাকা, রতন স্টোরের মালিককে ৩ হাজার টাকা ও নয়ন মেডিকেল হলের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভূমি অফিসের সামনে জব্দকৃত ওষুধ এবং রং মিশ্রিত খাদ্য ও পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/