শুক্রবার (১০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জানা যায়, শ্যামলী পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা আসছিলো।
সংঘর্ষে ট্রাকটি সড়ক ডিভাইডারের বটগাছে আটকে যায়। আর বাসটি সচিবালয়ের পাশে ফুটপাতের রেলিং ভেঙে আটকে রয়েছে।
দুর্ঘটনার পর বাসের যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরপরই বাস ও ট্রাকের চালক পালিয়ে যান।
বাসটিতে এসময় আগুন ধরে যায়। রাত ৩টার দিকে ফায়ার সার্ভিস এসে বাসের স্টার্ট বন্ধ করে। বন্ধ করা হয় ট্রাকটির স্টার্টও। এর আগ পর্যন্ত দুটি বাহনেরই ইঞ্জিন চালু অবস্থায় ছিল।
এর রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, র্যাব উপস্থিত রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/এএ